কালিয়াচক

মাধ্যমিকের মেধাকে সম্বর্ধনা

 

সমস্ত বিষয়ে ভালো ফলাফল হলেও কম শুধু ইংরেজিতে। এখানেই কিছুটা হলেও মন খারাপ কালিয়াচকের বনি চাইল্ড মিশনের এক মেধা সম্পন্ন ছাত্র আকিব আহসান।

    বৃহস্পতিবার ঘোষণা হয়েছে মাধ্যমিকের ফলাফল। তাতে জেলাগুলির জয়জয়কার লক্ষ্য করা গিয়েছে। মালদা জেলার মাধ্যমিকের ফলাফলে প্রতিবছরের ন্যায় এইবারও সবচাইতে বেশি ভালো ফলাফল করেছে কালিয়াচকের স্কুলগুলি। কালিয়াচকে শিক্ষায় বিপ্লব আনার মূল কারিগর বেশ কিছু নামকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে নজর কাড়া ফলাফল করেছে আকিব আহসান। তবে এই ফলাফলে আশাহত আকিব আহসান নিজেই। তার মোট প্রাপ্ত নম্বর ৬৬১। ভূগোলে ১০০, অংকে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৯, বাংলায় ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৬, ইতিহাসে ৯৩ পেলেও ইংরেজিতে পেয়েছে ৭৬। ইংরেজি বাদ দিয়ে উপরে ছয়টি বিষয়ের গড় নম্বর ৯৭ শতাংশের এর উপরে, কিন্তু ইংরেজিতে ৭৬ মেনে নিতে পারছে না ছাত্র। তবুও ছাত্রের সাফল্যে খুশি হয়ে শুক্রবার তাকে সম্বর্ধনা দিল স্কুল কর্তৃপক্ষ।